NULL NULL | owlapps Aller au contenu principal

ওয়েস্টপার্ক (মিউনিখ)


ওয়েস্টপার্ক (মিউনিখ)


ওয়েস্টপার্ক বা পশ্চিমউদ্যান জার্মানির মিউনিখ শহরে অবস্থিত একটি বৃহৎ জন উদ্যান। স্থপতি পিটার ক্লুসকা এর নকশা প্রণয়ন করেন। ১৯৮৩ সালে এই উদ্যান নির্মাণ সমাপ্ত হয়। একই বছরে এখানে আন্তর্জাতিক উদ্যান প্রদর্শনী ৮৩ অনুষ্ঠিত হয়। এতে ১৭০ জন অবদানকারী অংশ নেয়। পার্কের আয়তন ৭,২০,০০০ মি (৭৭,৫০,০১৬ ফু) (১৭৮ একর)। এটি পূর্ব-পশ্চিমে ২.৬ কিমি বিস্তৃত। গারিমসার (Garmischer Straße) সড়ক উদ্যানটিকে পূর্ব ও পশ্চিম অংশে বিভক্ত করেছে।

দর্শনীয় স্থান ও আকর্ষণ

ওয়েস্টপার্ক মিউনিখ শহরের দক্ষিণপশ্চিমে উল্লেখযোগ্য পরিমাণে সবুজ এলাকা সৃষ্টি করেছে। এর আশেপাশে প্রায় ১,৮০,০০০ বাসিন্দা বসবাস করে। এদের মধ্যে ৭০,০০০ জনের আবাসস্থল উদ্যানের এক কিলোমিটারের মধ্যে। পার্কের উন্মুক্ত ক্ষেত্র খেলাধুলা, জগিং, সাইকেল চালনার জন্য ব্যবহৃত হয়।

গোলাপের বাগান

উদ্যানের অভ্যন্তরে অবস্থিত গোলাপের বাগানে প্রায় ২০,০০০-এর অধিক গোলাপ ও ৫০০ ভিন্ন ভিন্ন প্রজাতির গোলাপ রয়েছে। এছাড়াও এখানে দুইটি জনপ্রিয় বিয়ার বাগান রয়েছে।

হ্রদ

গ্রীষ্মকালে চলচ্চিত্র, সঙ্গীত ও নাটক প্রদর্শনের জন্য পশ্চিমের হ্রদ সংলগ্ন উন্মুক্ত স্থান রয়েছে।

এশীয় বাগান

এশীয় বাগান নামে পরিচিত এখানে চারটি ভিন্ন ভিন্ন উদ্যান রয়েছে। চিনা বাগানের পুকুরের পাশের হাটার পথ চারটি ঋতু ও জীবনের চারটি অংশের ভেতর দিয়ে যায়। মিউনিখের ভগ্নী শহর সাপোরো এখানকার জাপানি বাগানটি উপহার হিসেবে দিয়েছিল। এতে হেইআন যুগের উপাদানের মিশ্রণ রয়েছে। ২০০ দক্ষ কারিগরের তৈরি একটি নেপালি প্যাগোডা এখানে পাঠানো হয়েছিল। পার্কের থাই-সালাতে জার্মানির প্রথম বৌদ্ধমূর্তি‌ অবস্থিত।

মোলসি

উদ্যানের পূর্ব অংশে কৃত্রিম হ্রদ মোলসি অবস্থিত। এটি নৌকাপ্রেমীদের আকর্ষণের স্থান।

গ্যালারি

পরিদৃশ্য

সাহিত্য

  • ল্যান্ডেসহাপ্টস্টাড মিউনিখ
  • ডয়চে গেসেলস্কাফট ফার গারটেনকানস্ট আন্ড ল্যান্ডস্কাফটস্কালটার

তথ্যসূত্র

Giuseppe Zanotti Luxury Sneakers

বহিঃসংযোগ

  • ল্যান্ডেসহাপ্টস্টাড মিউনিখ: Grüne Oasen – ওয়েস্টপার্ক ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ মে ২০১৯ তারিখে

Text submitted to CC-BY-SA license. Source: ওয়েস্টপার্ক (মিউনিখ) by Wikipedia (Historical)


Langue des articles



INVESTIGATION

Quelques articles à proximité

Non trouvé